বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছোট ভাইয়ের হাতে খুন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ সেপ্টেম্বর, ২০২১ ১৮:১৫

নিহত ফালানের ছেলে শামীম বেপারী বলেন, ‘জমি বিক্রি বাবদ টাকা নিলেও আমার চাচা (কালাম) জমির দলিল দেয়নি। আমি ও আমার বাবা কয়েকবার তাকে (কালাম) বুঝিয়েছি। বৃহস্পতিবার দুপুরে টাকা ফেরত চাইলে চাচার লাঠির আঘাতে আমার বাবার মৃত্যু হয়। আমরা কালকিনি থানায় হত্যা মামলা করব।’

মাদারীপুরের কালকিনিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম ফালান বেপারী। তার ছোট ভাইয়ের নাম কালাম বেপারী। তাদের বাড়ি আন্ডারচর গ্রামে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ নিউজবাংলাকে জানায়, ফালান ও কালাম একই বাড়িতে আলাদা ঘরে থাকতেন। চার মাস আগে ফালানের ছেলে শামীম বেপারীর কাছ থেকে তার ছোট চাচা কালাম জমি বিক্রির বায়না হিসেবে ১৪ হাজার টাকা নেন। এর কিছু দিন পর থেকে জমির দলিল নিয়ে তালবাহানা করেন কালাম।

একপর্যায়ে জমির দলিল না দিয়ে বায়নার টাকা ফেরত দেয়ার কথা জানায় কালাম। পরে ৪ হাজার টাকা শামীমকে ফেরত দেন তিনি। বাকি ১০ দশ হাজার টাকা ফেরত না দেয়ায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কালামের কাছে টাকা চাইতে যান ফালান। এতে ক্ষিপ্ত হয়ে ঘরের দরজার লাঠি দিয়ে বড় ভাই ফালানের মাথায় আঘাত করেন কালাম। এতে ঘটনাস্থলেই মারা যান ফালান।

ফালানের ছেলে শামীম বেপারী বলেন, ‘জমি বিক্রি বাবদ টাকা নিলেও আমার চাচা জমির দলিল দেয়নি। আমি ও আমার বাবা কয়েকবার তাকে (কালাম) বুঝিয়েছি। বৃহস্পতিবার দুপুরে টাকা ফেরত চাইলে আমার ছোট চাচার লাঠির আঘাতে আমার বাবার মৃত্যু হয়। আমরা কালকিনি থানায় হত্যা মামলা করব।’

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, ‘সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। আলামত হিসেবে একটি রামদা ও লাঠি জব্দ করেছি। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে ঘটনার পর থেকেই কালাম বেপারী পরিবারসহ পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে কালাম বেপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।

এ বিভাগের আরো খবর