করোনাভাইরাস প্রতিরোধী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনতে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করে সরকার। বেক্সিমকোকে সঙ্গে নিয়ে সরকারের করা সেই চুক্তির টিকা পাওয়ার আশা এখনও জিইয়ে রেখেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অবশ্য টিকা দিতে না পারলে টাকা ফেরত নেয়া হবে বলে জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের ভারতে যে অর্ডার দেয়া ছিল, তার ২ কোটি ৩০ লাখ টিকা এখনও পাইনি, এখনও আমরা অপেক্ষায় আছি।’
এখনও যোগাযোগ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সিরাম ইনস্টিটিউট ও বেক্সিমকোর সঙ্গে যোগাযোগে থাকি, ওনারা আমাদের আশ্বস্ত করেও আসছেন, আমরা টিকা পাব।’
তিনি আরও বলেন, ‘যদি আমরা এ টিকা না পাই তাহলে অবশ্যই আমাদের টাকা-পয়সা নিয়ে আসতে হবে এবং ফেরত দিতে হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি পাব, আমরা আশা ছাড়িনি।’
ভারতে করোনা সংক্রমণ বেড়ে গেলে সিরামের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি বন্ধ করে দেয়। বাংলাদেশ সরকার সিরাম থেকে ৩ কোটি ৪০ লাখ টিকা কেনার চুক্তি করে।
প্রতি মাসে ৫০ লাখ করে টিকা বাংলাদেশকে দেয়ার কথা থাকলেও কয়েক মাসে মাত্র ৭০ লাখ টিকা দেয় সিরাম। বাকি টিকা আর দেয়নি ভারতের প্রতিষ্ঠানটি।
নানা সময়ে অবশ্য বেক্সিমকোর পক্ষ থেকে জানানো হয়েছে, সিরাম ইনস্টিটিউট টিকা না দিলেও টাকা ফেরত দেবে।