এবার কুয়াকাটা সৈকতে ভেসে এলো সাগরের মৃত ডলফিন।
কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ৪ কিলোমিটার পূর্ব দিকে সৈকতে বৃহস্পতিবার দুপুরে ডলফিনকে দেখতে পান স্থানীয়রা।
তারা জানান, সৈকতে পাওয়া অন্যান্য মৃত ডলফিনের মতো এটির শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। তা ছাড়া ডলফিনটির লেজের সঙ্গে জালের রশি পেঁচানো ছিল।
ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, ‘দুপুর ১২টার দিকে সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে ডলফিনটিকে মৃত অবস্থায় দেখতে পাই। প্রায় ১২ ফুট লম্বা ডলফিনটি এ বছরে পাওয়া বাকি ডলফিনগুলোর তুলনায় অনেক বড়।’
রাজু আরও জানান, ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। এটির লেজে রশিও পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, জালে পেঁচিয়ে এটি মারা গেছে। যেকোনো শক্ত জিনিস দিয়ে জেলেরা হয়তোবা এটিকে আঘাতও করেছিলেন।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ডলফিনটিকে বনের মধ্যে মাটি চাপা দিয়ে রাখেন বলেও জানান তিনি।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, এটি অন্যান্য মৃত ডলফিনের তুলনায় সম্পূর্ণ আলাদা। এই প্রজাতির ডলফিন সাধারণত ভারত মহাসাগরে দেখতে পাওয়া যায়।
তিনি আরও বলেন, ‘জেলেদের মাছ ধরা জালে পেঁচিয়ে বা বড় জাহাজের পাখনার আঘাতেও ডলফিনটি মারা যেতে পারে।’