সাতক্ষীরা শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এক নারীর গর্ভপাতের অভিযোগে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দুই নার্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন।
গ্রেপ্তার আসামিরা হলেন ওই নারীর স্বামী নাজমুল ইসলাম সজল, শ্বশুর বাবর আলী, শাশুড়ি পারভীন সুলতানা এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নার্স শিরিন সুলতানা ও মমতাজ শাহানারা লিলি।
সজলের স্ত্রী নিউজবাংলাকে জানান, বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাকে নির্যাতন করে আসছিলেন। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সে অবস্থাতেও চলে নির্যাতন।
তিনি অভিযোগ করেন, সবশেষ গত ১৪ আগস্ট সকালে তাকে মারধর করা হয়। দুপুরে জোর করে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে তার গর্ভপাত করানো হয়। সুস্থ হয়ে গত ১ সেপ্টেম্বর তিনি সদর থানায় মামলা করেন।
সদর থানার ওসি দেলোয়ার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।