বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাবার বাড়ি গিয়ে খুন প্রবাসীর স্ত্রী

  •    
  • ২ সেপ্টেম্বর, ২০২১ ১১:২০

মেয়ে খালার বাড়িতে বেড়াতে যাওয়ায় ওই কক্ষে রুমা একাই ছিলেন। বৃহস্পতিবার ভোরের দিকে ভাড়াটিয়ারা কক্ষের দরজা খোলা দেখে পাশের ঘর থেকে তার ছোট ভাইকে ডেকে আনেন। তারা ওই কক্ষে ঢুকে রুমার রক্তাক্ত মরদেহ দেখতে পান।

ঢাকার সাভারে বাবার বাড়ি থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। খোয়া গেছে তার কিছু স্বর্ণালঙ্কারও।

পুলিশের ধারণা, পূর্বপরিচিত কেউ তাকে হত্যা করেছে।

নিহতের নাম রুমা আক্তার। তার স্বামী মোবারক হোসেন সিঙ্গাপুরে থাকেন। রুমা থাকতেন রাজধানীর মিরপুরে শ্বশুরবাড়িতে। তাদের ১৫ বছরের একটি মেয়ে আছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম এই তথ্যগুলো নিশ্চিত করেছেন।

রুমার চাচা ইব্রাহিম খলিল নিউজবাংলাকে বলেন, পৌরসভার রাজাশন মহল্লায় রুমার বাবা মহিউদ্দিন মোল্লার বাড়ি। জমির ভাগ-বাটোয়ারার পর বাবা-মার বাড়ির পাশের জমিতে একটি টিনশেড বাড়ি বানিয়ে তা ভাড়া দিয়েছিলেন রুমা। মিরপুর থেকে আসলে এই বাড়ির একটি কক্ষে মেয়েকে নিয়ে থাকতেন তিনি।

ইব্রাহিম জানান, এক সপ্তাহ আগে বাড়ি আসেন রুমা। তার মেয়ে খালার বাড়িতে বেড়াতে যাওয়ায় ওই কক্ষে রুমা একাই ছিলেন। বৃহস্পতিবার ভোরের দিকে ভাড়াটিয়ারা তার কক্ষের দরজা খোলা দেখে পাশের ঘর থেকে তার ছোট ভাইকে ডেকে আনেন। তারা রুমার ঘরে ঢুকে রক্তাক্ত মরদেহ দেখতে পান।

ওসি মাইনুল জানান, পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি বলেন, ‘ওই কক্ষে বাইরে থেকে আনা কিছু ফল ও কেক পাওয়া যায়। হত্যার পর কিছু স্বর্ণও দুর্বৃত্তরা নিয়ে গেছে। আমাদের ধারণা, পরিচিত ব্যক্তিরাই কোনো কারণে ওই নারীকে পরিকল্পনা করে হত্যা করেছে। আমরা শিগগিরই ঘটনার রহস্য উদঘাটন করব।’

এ বিভাগের আরো খবর