তখনও ভোরের আলো ফোটেনি। জমির নালায় পড়েছিল এক নবজাতক। তার কান্নার শব্দে থমকে দাঁড়ায় পথচারীরা। ধীরে ধীরে বাড়তে থাকে উৎসুক মানুষের ভিড়। সবাই দেখতে থাকে শিশুটিকে। কিন্তু এগিয়ে আসেনি কেউ।
এ সময় উৎসুক জনতার ভিড় ঠেলে এগিয়ে আসেন স্থানীয় গৃহবধূ সালমা আক্তার। শিশুটিকে পরম মমতায় কোলে তুলে নেন তিনি। খবর দেন থানা পুলিশকে।
এ ঘটনা কুমিল্লার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকোট গ্রামের।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান স্থানীয় ইউপি সদস্য তুহিন আহমেদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ কবির, আবাসিক মেডিক্যাল অফিসার মঞ্জুর হোসেনসহ বেশ কয়েকজন চিকিৎসক ও নার্স শিশুটিকে চিকিৎসা দেয়। এরই মধ্যে শিশুটিকে দত্তক নিতে বেশ কয়েকজন আগ্রহ প্রকাশ করেছে।
দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান বলেন, শিশুটির পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে। তার বৈধ অভিভাবকের সন্ধান পেতে স্থানীয়দের সহযোগিতা চেয়েছি।
শিশুটির শারীরিক অবস্থা জানিয়ে বুধবার রাত ৮টায় দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান নিউজবাংলাকে বলেন, ‘নবজাতকটি এখন ভালো আছে। তবে এর মধ্যে অনেকে দত্তক নিতে আবেদন করেছে। আমরা আগে শিশুটিকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে চাই।
‘শিশুটির বৈধ বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা করছি। যদি বৈধ বাবা মাকে না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা যেসব আবেদন পড়েছে দত্তক নেয়ার সেগুলোর মধ্যে সবচেয়ে ভালো জনকে যাচাই বাছাইয়ের মধ্যে তুলে দেয়া হবে।’