এক ভ্যানচালক হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে পাবনার একটি বিচারিক আদালত।
রায়ে দুই আসামিকে দেয়া হয়েছে তিন বছর করে কারাদণ্ড। খালাস পেয়েছেন একজন।
পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান খান বুধবার বিকেল ৪টার দিকে এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন মো. রব্বেল ও মো. রুবেল। আর কারাদণ্ড পেয়েছেন মো. রফিকুল ও মো. শিপন। খালাস পেয়েছেন মো. রাব্বি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সামাদ খান রতন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৫ সালের ৮ এপ্রিল বিকেলে পাবনার ঈশ্বরদীতে ভ্যান ভাড়া নেয়ার কথা বলে চালক আবু বকরকে ডেকে নেন আসামিরা। পরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
পরদিন ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট এলাকার ঝোপ থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ঈশ্বরদী থানায় মামলা হয়।
পুলিশ মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে ঈশ্বরদী থেকে চারজনকে আটক করে। জেরার একপর্যায়ে রব্বেল ও রুবেল আবু বকরকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন। রফিকুল ও শিপনের কাছ থেকে ছিনতাই হওয়া করিমন উদ্ধার হয়।
পরে আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আজ মামলার রায় ঘোষণা হয়।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয় আসামি রাব্বিকে।