করোনাভাইরাস সংক্রমণ কমতে শুরু করলেও উদ্বেগজনকহারে বাড়ছে ডেঙ্গু রোগী। হাসপাতালগুলো এখন ডেঙ্গু রোগী সামলাতে হিমশিম খাচ্ছে। এমন অবস্থায় ডেঙ্গু রোগীরা অবহেলিত হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর করোনা হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম বুধবার দুপুরে এ কথা জানান।
তিনি বলেন, ‘আমরা করোনা হাসপাতালগুলোকে নির্দেশনা দিয়েছি করোনার পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়ার। তাদের যেন হাসপাতাল থেকে ফেরত না দেয়া হয়।’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘করোনাভাইরাস আসার আগে ডেঙ্গু চিকিৎসা হতো সব হাসপাতালের মেডিসিন বিভাগে। সেই বিভাগগুলোকে এখন করোনা চিকিৎসায় ব্যবহার করা হয়। যে কারণে ডেঙ্গু রোগীরা অবহেলিত হচ্ছেন। করোনার সংক্রমণ এখনও সেভাবে কমে আসেনি। তাই করোনার মধ্যেই ডেঙ্গুর চিকিৎসা দিতে হচ্ছে।’
আবুল বাশার বলেন, ‘সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালকে শুধু করোনা চিকিৎসার জন্য বলে দিলেও পরে আমরা বলে দিয়েছি ডেঙ্গু চিকিৎসা দেয়ার জন্য। সে সঙ্গে আগের সেবাগুলো চালুর নির্দেশনা দিয়েছি।
‘ঢাকা মেডিক্যালের মেডিসিন বিভাগে করোনা চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু চিকিৎসা চালু করার জন্য বলেছি। মুগদাতেও আমার জানিয়ে দিয়েছি। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে আগেই বলেছি।’
তিনি বলেন, ডেঙ্গু রোগীরা বেশিরভাগে ক্ষেত্রে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
এ বছর ডেঙ্গু বিস্তার বেশি হবে জেনে আগে থেকেই সিটি করপোরেশনকে চিঠি দেয়া হয়েছে বলে জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘ডেঙ্গু নিধনে অধিদপ্তর থেকে গত মার্চে সিটি করপোরেশনগুলোতে চিঠি দেয়া হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে আমরা এই কাজটি করেছি। তবে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।’
সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘ডেঙ্গু হলে স্বাস্থ্য বিভাগ সেবা দেয়ার আপ্রাণ চেষ্টা করবে। তবে ডেঙ্গু যেন না হয়, সে জন্য সিটি করপোরেশনকে কাজ করতে হবে।’