বাড়ির পাশে শ্যালো মেশিনের ঘরে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন কৃষক আলিম। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক কৃষক।
সদর উপজেলার পুটাইল ইউনিয়নের পশ্চিম হাসলী এলাকায় বুধবার বেলা আড়াইটার দিকে এই প্রাণহানির ঘটনা ঘটে।
মৃত কৃষকের নাম আবদুল আলিম। তার বাড়ি পশ্চিম হাসলী এলাকাতেই।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন পুটাইল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল বারেক বাচ্চু মিয়া।
তিনি জানান, দুপুরে বাড়ির পাশের শ্যালো মেশিনের ঘরে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন আলিম। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় আলিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।