রাজবাড়ীর পদ্মা ও যমুনা নদীর মোহনায় সাড়ে ১৪ কেজি ওজনের কাতল মাছ ধরা পড়েছে।
মানিকগঞ্জের হরিরামপুরের জেলে সালামের জালে ধরা পড়া সেই কাতল মাছ বিক্রি হয়েছে প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা করে।
বুধবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছটি ২০ হাজার ৩০০ টাকায় কিনে নেন।
দৌলতদিয়া ফেরিঘাটের স্থানীয় লোকজন জানান, সকালে মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় সালামসহ কয়েকজন জেলে পদ্মায় জাল ফেলেন। কিছুক্ষণ পরেই মাছটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে এনে ওজন করা হয়।
মাছ ব্যবসায়ী শাজাহান শেখ নিউজবাংলাকে বলেন, ‘নদীতে বর্ষা মৌসুমে বড় বড় মাছ পাওয়া যায়। সেই মাছগুলো জেলেরা বিক্রি করতে আনলে ডাকের মাধ্যমে কিনে সামান্য লাভে বিক্রি করি। আজকের মাছটিও কিনেছি।
‘বড় বড় মাছ সাধারণত শিল্পপতি বা বড় ব্যবসায়ীরা কেনেন। এই মাছটিও বিক্রির জন্য যোগাযোগ করতেছি।’
এমন বড় মাছ ধরা পড়ার ঘটনা এটাই প্রথম নয়। গত রোববার একই জায়গায় ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে সেটি বিক্রি হয় ৩৬ হাজার টাকায়।