গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে বুধবার সকালে মুক্ত হয়েই উৎসুক জনতার সঙ্গে সেলফি তুলেছেন পরীমনি।
কারাগারের সামনে থাকা লোকজনের সঙ্গে গাড়ি থেকে সেলফি তোলেন তিনি।
সকাল সাড়ে ৯টার দিকে পরীমনি তার আইনজীবী ও খালুর সঙ্গে কারাগার থেকে ঢাকার পথে রওনা হন। কারাফটকে তাকে বহন করা গাড়ি দাঁড়ালে উৎসুক লোকজন সেটিকে ঘিরে রাখে।
সে সময় গাড়ির ছাদের কাচ খুলে উঠে দাঁড়ান পরী; হাত নাড়েন জনতার উদ্দেশে।পরে একটি মুঠোফোন দিয়ে তাদের সঙ্গে সেলফি তোলেন পরীমনি।
আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী নিউজবাংলাকে বলেন, ‘আমরা সাড়ে ৯টার দিকে পরীমনিকে নিয়ে কারাফটক থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। আমরা তাকে তার বনানীর বাসায় পৌঁছে দেব।’
মাদক মামলায় কারাগারে থাকা পরীমনির জামিন হয় মঙ্গলবার। আদেশের কাগজ কারাগারে যেতে সময় লাগায় মঙ্গলবার পরীমনির কারামুক্তি হয়নি। বুধবার সকালে সেটি হলো।
পরীমনিকে তার বনানীর বাসা থেকে গত ৪ আগস্ট মাদকদ্রব্যসহ আটক করে র্যাবের একটি দল। পরের দিন তাকে আটকের বিস্তারিত তুলে ধরা হয়।
ওই দিনই বনানী থানায় এই অভিনেত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে বাহিনীটি।
এ মামলায় পরীমনিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে তাকে চার দিনের রিমান্ডে পাঠান বিচারক।
গত ১০ আগস্ট সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ অভিনেত্রীকে আরও দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় আদালত। সেই রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। তৃতীয় দফায় ১ দিনের জন্য রিমান্ড দেয়া হয় পরীমনিকে। রিমান্ড শেষে নায়িকাকে রাখা হয় কাশিমপুর কারাগারে।