‘সি ইউ নট ফর মাইন্ড’, ‘হ্যাভ এ রিল্যাক্স’ বাক্য বলে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া গাইবান্ধার শ্যামল চন্দ্রকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার গাওয়া গান ভাইরাল হয়েছে নতুন করে।
তবে এই গানে আবার হিরো আলমকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন। মামলা হতে পারে বলে তাকে ভয় দেখাচ্ছেন কেউ কেউ। যদিও হিরো বিষয়টিকে সহজভাবেই নিয়েছেন বলে জানিয়েছেন।
সেই গানে ‘সম্মানহানিকর’ বাক্য আছে বলে কথা ওঠার পর দুই হাত জোড় করে হিরো আলমের কাছে ক্ষমাও চেয়েছেন শ্যামল চন্দ্র।
নিজেকে ‘বাংলার হিরো’ দাবি করে হিরো আলমকে চ্যালেঞ্জ ছুঁড়ে গাওয়া সেই গানটির শুরুতেই ছয় লাইনের থিম দিয়ে সুর তোলেন শ্যামল।
এরপর দুই সহযোগীর সাহায্যে পুরো গানটি শেষ করেন।
গানটির কথা এ রকম: আমি মাই নেম ইজ শ্যামল/ আজকে থেকে আমি হিরো শ্যামল/ আজকে থেকে হিরো আলমের দিন শেষ/ শ্যামলের সোনার বাংলাদেশ। এই ব্রাদার কাম হেয়ার/ এই মিউজিক স্ট্যাট...
এই থিম পরিবেশনের পর একই বাদ্যযন্ত্রের তালে শ্যামলকে গাইতে শোনা যায়...‘আমি যে বাংলার হিরো শ্যামল/ মনটা যে আমার সহজ সরল/ সি ইউ নট ফর মাইন্ড/ বাট হ্যাভ এ রিল্যাক্স।’
গানের মাঝে শ্যামলের সঙ্গে থাকা একজন গাইতে থাকেন, ‘বাড়ি তোমার বামনডাঙ্গা; ভালোই আছ বেশ/ তোমার গান ছড়াই দিমু সারা বাংলাদেশ। তুমি দাদা শ্যামল/ তোমার মনটা যে কোমল/ তোমার মতো সরল মানুষ আমি দেখি নাই...
তবে গানের শুরুতে ‘হিরো আলমের দিন শেষ, হিরো শ্যামলের সোনার বাংলাদেশ’ এ কথা বলার পরেও শ্যামলকে সহজ সরল উপাধি দিয়েছেন হিরো আলম। এই কথায় তৃতীয় পক্ষের কেউ শ্যামলকে মামলার ভয় দেখিয়েছেন বলছেন হিরো আলম।
তবে শ্যামল চন্দ্রের দাবি, তাকে ফোন করে হিরো আলমের সহকারী (পিএস) পরিচয় দিয়ে মামলার ভয় দেখিয়েছেন। এ সময় সেই পিএস তাকে পরামর্শ দেন, দুই হাত জোড় করে ক্ষমা চেয়ে ফেসবুকে ভিডিও ছাড়তে। যা দেখে হিরো আলম সন্তুষ্ট হয়ে আর মামলা করবেন না।
যেই কথা সেই কাজ। সঙ্গে সঙ্গে এই ধরনের একটি ভিডিও ধারণ করে ফেসবুক পোস্টও করেন শ্যামল চন্দ্র।
হিরো আলম মামলার বিষয়টি অস্বীকার করেছেন। শ্যামলকে মামলার ভয় দেখানো, হুমকিদাতা ও রস্যরস দিয়ে মিথ্যা ভিডিও তৈরি করায় ক্ষিপ্ত তিনি।
এ নিয়ে সোমবার সকালে হিরো আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ নয় মিনিট লাইভ করেন। লাইভে শ্যামলকে সহজ সরল মানুষ আখ্যাও দেন।
হিরো আলম বলেন, ‘আমি কোনো ছোটখাটো বিষয়ে কথা বলতে চাই না। সবার সাথে আমি লাগতেও আসি না। তো শ্যামল দাক নিয়ে অনেক রোস্টাররা রোস্টার ভিডিও বানাইতেছে। হিরো আলম নাকি শ্যামল দাক (শ্যামল দাকে) মামলা করার হুমকি দিছে।
‘আমি একটা কথাই বলতে চাই- সহজ সরল শ্যামল দাকে কেউ হয়তোবা আমার পরিচয়ে ভয় দেখিয়েছে। আমি তাকে ফোনও করিনি; মামলার কথাও বলিনি।’
মুঠোফোনে বিষয়টি নিয়ে দুইজনের মিটমাট হয়েছে দাবি করে শ্যামল চন্দ্র বলেন, “হিরো আলমের দিন শেষ, কথাটা গানে ঢুকে পড়েছে। আমাকে জোর করে তারা বলাইছে। আমি বলতে চাইনি। সুন্দরগঞ্জের ফলগাছার আশিক রহমান নামে একটি ছেলে তার ‘মাইটিউব মিউজিক’ এ জোর করে আমাকে দিয়ে গানটি করিয়েছে। আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। মামলা করব।”
শ্যামল বলেন, ‘গানটি ভাইরাল হওয়ার পর হিরো আলম ভাইয়ের পিএস আমাকে ফোন করে মামলার ভয় দেখান। পরে বাধ্য হয়ে আমি ভিডিওর মাধ্যমে ক্ষমা চেয়েছি।
“হিরো আলম ভাইয়ের সঙ্গে মিটমাট করে নিছি। সে বলেছে, ‘ঠিক আছে। ইটস ওকে। আই এম নট প্রোবলেম। জাস্ট ফর অনলি নট নেক্স টাইম’।”
শ্যামল বলেন, ‘আমাকে দিয়ে সবাই ফায়দা লুটতিছে। আমি কিছু পাচ্ছি না। আই হ্যাভ টু নো মানি। ফ্রি সার্ভিস; মাই নেম ইজ শ্যামল অ্যান্ড সেলফি।’
সম্প্রতি ‘মাইটিউব মিউজিক’ নামে একটি ইউটিউব চ্যানেলের মালিক আশিক রহমান নামে এক যুবক গানটি লেখেন। তিনি নিজেই এটির সুর করেছেন বলে জানান শ্যামল।
ভাইরাল শ্যামল চন্দ্রের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমথ গ্রামে। তিনি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে মেসার্স এমএম ট্রেডার্সের অধীনে চতুর্থ শ্রেণির কর্মচারী।