বরিশালে ব্যাংকের গ্রাহকের টাকা ছিনতাইয়ের সময় আটক হয়েছেন জনি ডোম নামের এক যুবক।
ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলে যাওয়ার সময় আমিরুল ইসলাম ও শাহাবুদ্দিন নামের দুই ব্যক্তি ছিনতাইয়ের কবলে পড়েন।
মঙ্গলবার দুপুরে বরিশাল নগরের জেলখানার মোড়ে অগ্রণী ব্যাংকের নিচতলায় এ ঘটনা ঘটে।
নগরের চাঁদমারি এলাকার হাওলাদার মেডিসিনের মালিক আমিরুল ইসলাম জানান, তিনি ও তার ভাই শাহাবুদ্দিন বরিশাল সদর রোডের অগ্রণী ব্যাংক শাখায় যান টাকা তুলতে। চেকের মাধ্যমে পাঁচ লাখ টাকা তুলে ব্যাংক থেকে বের হয়ে মোটরসাইকেলে গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আটক হওয়া ওই ব্যক্তি ব্যাংক থেকে ডাকা হচ্ছে বলে জানান।
তিনি বলেন, ‘ওই ব্যক্তির কথা মতো শাহাবুদ্দিন হাতে টাকার ব্যাগ নিয়ে ব্যাংকের ভেতরে যান। আমি মোটরসাইকেলটি পার্কিং করে ব্যাংকের ভেতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। শাহাবুদ্দিন ভাই সিঁড়ির কাছাকাছি গেলে তার চোখে কিছু একটা ছুড়ে দিয়ে টাকার ব্যাগ নিয়ে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় আমরা তাকে ধরে থানায় খবর দিই।’
শাহাবুদ্দিন বলেন, ‘ব্যাংকে আমাদের পরিচিত লোক রয়েছে, ডাকছে শুনে বিপদের কোনো শঙ্কাও করিনি। সিঁড়ির কাছাকাছি যেতেই ওই ব্যক্তি চোখে কিছু একটা নিক্ষেপ করেন, কী সেটি বলতে পারছি না। সঙ্গে সঙ্গে চোখে জ্বালাপোড়া শুরু হয়, চোখে আর কিছু দেখতে পাচ্ছিলাম না। তখনই হাতে থাকা ব্যাগটি শক্ত করে ধরে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করি। আমিরুল এসে ওকে ধরে ফেলে। এরপর ব্যাংকের ভেতরে ছিনতাইকারীকে আটকে রেখে পুলিশে খবর দিই।’
ব্যাংকের শাখা ব্যবস্থাপক সমর রঞ্জন দর্জি জানান, গ্রাহকের টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। গ্রাহকের ভাইয়ের চোখে যখন বালুজাতীয় কিছু নিক্ষেপ করা হয়, তখন তারা বিষয়টি বুঝতে পারেন। তারা ছিনতাইকারীকে আটকে ফেলেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টার সময় ৩৮ বছর বয়সী জনি ডোম নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।