রাজধানীর হাতিরঝিলের পশ্চিম রামপুরা এলাকার একটি বাসায় স্বামীর সঙ্গে অভিমান করে ফেরদৌসী আক্তার নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার বয়স ২৪ বছর।
মঙ্গলবার ভোরের দিকে ঘটনাটি ঘটে। হাতিরঝিল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে পশ্চিম রামপুরার ওয়াবদা রোডের ১২৫/৪ বাসার নিচতলা থেকে সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় ফেরদৌসীর স্বামী কাওসার আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য হাতিরঝিল থানায় নেয়া হয়েছে।
ফেরদৌসীর দেবর সোহেল হোসেন জানান, ‘ফেরদৌসীর সঙ্গে আমার ভাইয়ের ৯ বছর আগে বিয়ে হয়েছে। ওই ঘরের কোনো সন্তান না থাকায় ভাই আরেকটি বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর একটি ১৬ মাসের ছেলে সন্তান রয়েছে। আমার ভাই রাতে ছোট ভাবির এক আত্মীয়র বাসায় থাকেন, সকালের দিকে বড় ভাবির বাসায় এসে দরজা নক করলে কোনো সাড়া শব্দ পাননি। পরে দরজার ফাঁকা করে দেখতে পান ভাবি ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলেশের ধারণা, স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন ফেরদৌসী।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার রাইতোলা গ্রামে।