হবিগঞ্জের আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর পানি ঢুকে গেছে আশ্রয়ণ প্রকল্পের ভেতরে। কয়েকটি পরিবার সরে গেছে নিরাপদ জায়গায়।
পানি বাড়তে থাকায় আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও প্রশাসন বলছে এটি বৃষ্টির সামান্য পানি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে কাকাইলছে আশ্রয়ণ প্রকল্পের ৫১টি ঘরের মধ্যে ৪৪টি হস্তান্তর করা হয়। তালিকা জটিলতায় সাতটি ঘর এখনও হস্তান্তর হয়নি।
বাসিন্দাদের অভিযোগ, কুশিয়ারা নদীর তীরে অত্যন্ত নিচু জায়গায় ঘরগুলো নির্মাণ করায় অল্পেই পানি ঢুকে যাচ্ছে।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ভুষণ রায় বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছেন। এজন্য আমরা অনেক খুশি কিন্তু নিচু জায়গায় ঘর করায় ভেতরে পানি ঢুকে যাচ্ছে। পানি আরও বাড়লে আমরা কী করব, কোথায় যাব বুঝতে পারছি না।’
সেলিনা আক্তার জানান, প্রকল্পের ঘরে যে রান্নাঘর সেখানে গ্যাস চুলা ব্যবহারের ব্যবস্থা আছে। তবে অল্প কয়েকজনের গ্যাস চুলা আছে। বাকিরা উঠানে মাটির চুলায় রান্না করে। পানিতে তাদের চুলা ডুবে গেছে।
আমেনা বেগম বলেন, ‘এ বছর পানি খুব কম হইছে। অন্য বছরের তুলনায় অর্ধেক পানিও হইছে না। যদি অন্য বছরের মতো পানি হয় তাহলে আমাদের ঘরে কোমর পানি থাকবে।
‘গতকাল ইউএনও স্যার আসছিলেন। তিনি বলে গেছেন পানি আরও বাড়লে আমাদের অন্য জায়গায় নিয়ে যাবেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, উপজেলা প্রশাসনের লোকজন তাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করে গেছে। কথা বললে পরে সমস্যা হবে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘যখন প্রকল্প বাস্তবায়ন করা হয় তখন আমরা যারা কমিটিতে ছিলাম বাধা দিয়েছি। আমরা বলেছিলাম, এখানে পানি উঠে যাবে। তবে তৎকালীন ইউএনও-এসিল্যান্ড সাহেব এই জায়গাটাকেই বেস্ট মনে করেছেন। তা ছাড়া তখন আর কোনো সরকারি খাস জায়গাও পাওয়া যায়নি।’
মোহাম্মদ আলী জানান, পানি আরও বাড়লে বাসিন্দাদের অন্য জায়গায় সাময়িকভাবে সরিয়ে নেয়া হবে। পানি কমলে ওই জায়গায় মাটি ফেলা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমী নিউজবাংলাকে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে কোনো সমস্যা নেই। সামান্য বৃষ্টির পানি জমেছে। কোনো ঘরেই পানি ওঠেনি। নালা করে দিলেই চলে যাবে।’
তিনি আরও জানান, ৪৪টি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। পানি বাড়লে বিকল্প ব্যবস্থার প্রস্তুতি তাদের আছে।