বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নাতি হত্যায় মৃত্যুদণ্ড

  •    
  • ৩১ আগস্ট, ২০২১ ১৭:৩৭

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, চার বছর বয়সী নিহত রিফাত হোসেনের বাড়ি সদর উপজেলার ধুকুরিয়া গ্রামে। ২০১৮ সালের ১৭ জুন বিকেলে সে বাড়ির বাইরে খেলতে যায়। এ সময় তার সৎ দাদি কুলসুম তাকে পাশের পাটক্ষেতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

সিরাজগঞ্জ সদরে শিশুকে হত্যার দায়ে সৎ দাদিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই রায় দেন।

দণ্ডিত কুলসুম খাতুন রত্নার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, চার বছর বয়সী নিহত রিফাত হোসেনের বাড়ি সদর উপজেলার ধুকুরিয়া গ্রামে। ২০১৮ সালের ১৭ জুন বিকেলে সে বাড়ির বাইরে খেলতে যায়। এ সময় তার সৎ দাদি কুলসুম তাকে পাশের পাটক্ষেতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় শিশুটির বাবা কুলসুমকে আসামি করে সদর থানায় মামলা করেন। মামলার তদন্তের একপর্যায়ে পুলিশ কুলসুমকে গ্রেপ্তার করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, নয়জনের সাক্ষ্য নিয়ে আদালত কুলসুমকে মৃত্যুদণ্ড দিয়েছে।

এ বিভাগের আরো খবর