মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের তিন দিন পর আল আমীন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বাঁশঝাড় থেকে।
সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডি এলাকা থেকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বস্তাবন্দী মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুর নাম আল আমীন। তার বাড়ি উপজেলার বলধারা ইউনিয়নের বড়বাঁকা এলাকায়। সাত বছরের আল আমীন স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
সিংগাইর সার্কেলের সহকারি পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৮ আগস্ট সকাল ৯টার দিকে সাইকেল নিয়ে ঘুরতে বের হয় আল আমীন। বাড়িতে না ফেরায় ও আশপাশে খুঁজে না পাওয়ায় বিকেলে থানায় সাধারণ ডায়েরি করেন আল আমীনের বাবা শহিদুল ইসলাম।
শহিদুলের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি বাঁশঝাড়ের ভেতর মঙ্গলবার সকালে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ দেখে স্থানীয়রা। পরিবার গিয়ে তার মরদেহ শনাক্ত করে ও পুলিশে খবর দেয়।
পুলিশ কর্মকর্তা রেজাউল বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটিকে হত্যার পর মরদেহ বস্তায় করে ফেলে দেয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে রহস্য উদঘাটন হবে।’