কুষ্টিয়ার দৌলতপুরে কৃষক আব্দুল খান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম মঙ্গলবার দুপুর ১টার দিকে এই রায় দেন।
কোর্ট ইন্সপেক্টর আল ইমরান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিরা হলেন, মো. মজিবুল, সাইফুল খান, মো. আরিফ, শফি খান এবং আসাদুল ইসলাম। তারা সবাই মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে সাইফুল ও আরিফ আপন দুইভাই।
আদালত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ২০১৪ সালের ১৯ জুন গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দুল খানকে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন। ওইদিন নিহতের ছেলে নাজমুল খান দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন।
দৌলতপুর থানার উপপরিদর্শক (এএসআই) নারায়ণ চন্দ্র মামলার তদন্ত শেষে ৭ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আসামিদের মধ্যে সাইফুল খান ও শফি খান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন বিচারক।