বাস ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদ করে পরিবহন শ্রমিকদের পিটুনিতে আহত হয়েছেন এক যাত্রী। তার নাম মো. নাসির। তিনি গুলিস্তান ভাসানী স্টেডিয়ামে স্পোর্টসসামগ্রীর ব্যবসায়ী।
সোমবার দুপুরে রাজধানীর গুলিস্তানে এই ঘটনা ঘটে।
পরে পল্টন থানার উপপরিদর্শক (এএসআই) মানিক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ব্যবসায়ী নাসির ডেমরার কোনাপাড়ায় থাকেন। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার গ্রামের মুনসুর আলীর ছেলে।
নাসির সাংবাদিকদের বলেন, তিনি তার বাসা থেকে বের হয়ে আসিয়ান পরিবহনের একটি বাসে চড়ে তার ব্যবসা প্রতিষ্ঠান গুলিস্তান যাচ্ছিলেন। বাসে চালকের সহকারী ভাড়া ১৫ টাকার জায়গায় ২০ টাকা দাবি করেন। এতে তিনি প্রতিবাদ করেন।
এ নিয়ে যাত্রীদের সঙ্গে সেই পরিবহন শ্রমিকের বাকবিতণ্ডা হয়। কেউ ২০ টাকা করে দিয়েছেন, কেউ আবার দেননি।
এরপর একে একে যাত্রীরা নামতে থাকে। বাসটি যখন গুলিস্তান চলে আসে, তখন প্রায় একা পেয়ে নাসিরকে মারধর করতে থাকে শ্রমিকরা।
এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় বলে অভিযোগ করেন নাসির। এতে তিনি গুরুতর আহত হন। পরে সেখানকার আহাদ পুলিশবক্সের এক সার্জেন্ট তাকে উদ্ধার করেন। পরে আরেক পুলিশ সদস্যকে দিয়ে হাসপাতালে পাঠানো হয়।
ওই সার্জেন্টই সন্দেহভাজন কয়েক শ্রমিককে আটক করেন। নাসিরও হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় যান।
আহাদ পুলিশবক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘ঘটনার পর বাসযাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তিনজনকে আটক করে পল্টন থানায় পাঠিয়েছি। পরে ওই যাত্রীকেও পাঠিয়েছি।’
তিনি বলেন, ‘যতটুকু শুনেছি, পরে দুইপক্ষে সমঝোতা হয়ে গেছে।’