বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাহাঙ্গীরের জালে উঠে এলো ৭টি পাখি মাছ

  •    
  • ৩০ আগস্ট, ২০২১ ২২:৪৯

জাহাঙ্গীর জানান, অন্য মাছের সঙ্গে এই সাতটি মাছও তার জালে উঠে এসেছে। এগুলোর মধ্যে দুটি আছে ৩২ কেজির, তিনটি ২৪ কেজির, একটি ১৬ কেজির ও বাকি একটি ১২ কেজির।

ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগর থেকে এক জেলের জালে উঠে এসেছে সাতটি পাখি মাছ।

বঙ্গোপসাগরের ড্রামবয়া এলাকায় রোববার গভীর রাতে মাছগুলো ধরা পড়ে।

জাহাঙ্গীর মাঝি নামের এক জেলে সোমবার সকালে শিবপুরের ভোলার খাল মাছ ঘাটে এগুলো বিক্রির জন্য নিয়ে আসেন। এই মাছ দেখতে জমে যায় ভিড়।

জাহাঙ্গীর নিউজবাংলাকে জানান, অন্য মাছের সঙ্গে এই সাতটি মাছও তার জালে উঠে এসেছে। এগুলোর মধ্যে দুটি আছে ৩২ কেজির, তিনটি ২৪ কেজির, একটি ১৬ কেজির ও বাকি একটি ১২ কেজির।

মাছের ছয় ব্যাপারী মিলে ১২ হাজার ৭০০ টাকায় এগুলো কিনে নেন।

ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা জামাল হোসেন জানান, ভোলা সাগরের মোহনায় থাকায় এখানে সামুদ্রিক মাছ বেশি পাওয়া যায়। স্থানীয় লোকজন একে পাখি মাছ নামে চিনলেও বৈজ্ঞানিক নাম সেইল ফিশ। গভীর সমুদ্রে এটি পাওয়া যায়। দ্রুতগামী এ মাছ সুস্বাদু হওয়ায় বাজারে এর বেশ চাহিদা।

এ বিভাগের আরো খবর