নেত্রকোণার দুর্গাপুরে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিতাব আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাইকুড়া গ্রামে সোমবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মিরাশ উদ্দিন জানান, দুপুরে কিতাব আলী গরুর জন্য বাঁশপাতা কাটতে বাড়ির পাশের ঝাড়ে যান। ওই সময় বাঁশের সঙ্গে লেগে ছিল পল্লী বিদ্যুতের তার। এতে বাাঁশ থেকে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।
কিতাব আলীর মৃত্যুর জন্য তিনি পল্লী বিদ্যুতের গাফিলতিকে দায়ী করেন।
তবে ইউপি সদস্যের অভিযোগ অস্বীকার করেছেন পল্লী বিদ্যুতের দুর্গাপুর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম দেলোয়ার হোসেন। তিনি জানান, ঘটনা শোনার পর পরই বিদ্যুতের সরবরাহ বন্ধ রেখে ঘটনাস্থলে তিনজন কর্মকর্তাকে পাঠানো হয়।
তারা জানিয়েছেন, কৃষক কিতাব আলী বাঁশপাতা কাটতে যাননি। তিনি কেটেছেন বাঁশ। ঝাড় থেকে অন্তত ১০ ফুট দূরে বিদ্যুতের লাইনের ওপর সেই বাঁশ পড়ে বিদ্যুতায়িত হয়। কিতাব আলী বাঁশটি হাত দিয়ে টান দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ এখনও বাড়িতেই রাখা আছে। কিতাব আলীর ছেলে ঢাকা থেকে এসে অভিযোগ দিলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।