পাঁচ বছরের মধ্যে দেশের অন্যতম সেরা আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা স্ট্র্যাটেজিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড (এসএফআইএল) এক বছর পূর্তি উদযাপন করেছে।
দেশে আর্থিক খাতে বয়স বিবেচনায় এসএফআইএল একেবারেই নবীন। তবে ‘স্বচ্ছতার বন্ধন’ স্লোগান সামনে রেখে ইতিমধ্যে প্রতিষ্ঠানটি তার পরিচালন দক্ষতা, স্বচ্ছতা এবং গ্রাহকসেবার ক্ষেত্রে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমানত সংগ্রহ ও ঋণ বিতরণের ক্ষেত্রেও মিলেছে কাঙিক্ষত সাফল্য।
যাত্রা শুরুর পর মাত্র চার মাসের মাথায় দেখা মিলেছে লাভের মুখ। এভাবে হাঁটি হাঁটি পা পা করে পরিণতির দিকে এগোতে থাকা এসএফআইএল পা রাখল দ্বিতীয় বর্ষে।
সোমবার রাজধানীর প্রগতি সরণিতে এসএফআইএলের প্রধান কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া পরিবেশে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কেক কেটে পালন করা হলো বর্ষপূর্তি। স্ট্র্যাটেজিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের (এসএফআইএল) চেয়ারম্যান আঞ্জুমান আরা সাহিদ তার হাতে গড়া প্রতিষ্ঠানটির আগামীর যাত্রায় সাফল্যের ভাগিদার সবাইকে নিয়ে সপরিবারে এই বর্ষপূর্তি পালন করেন।
ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইরতেজা আহমেদ খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা ও বলিষ্ঠ ভূমিকা আর একদল দক্ষ, তরুণ, উদ্যমী কর্মকর্তা নিয়ে অল্প সময়েই গ্রাহকদের মন জয় করেছে এসএফআইএল।
করোনাকালীন এক দুর্যোগময় পরিস্থিতিতে ২০২০ সালের ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আঞ্জুমান আরা সাহিদ, ভাইস চেয়ারম্যান শাহনুল হাসান খান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইরতেজা আহমেদ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তামিম মারযান হুদা, এসএফআইএলের স্বতন্ত্র পরিচালক পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার ও আইডিএলসি ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজনেস স্কুলের বিভাগীয় প্রধান এস এম আরিফুজ্জামান, পদ্মা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদুজ্জামান হৃদয় এবং স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এহসানুল কবীর, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিনিয়র উপদেষ্টা বোর্ড অব ট্রাস্টিজ ড. এইচ এম জহিরুল হক, দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক হাসান ইমাম রুবেল ও ব্যবস্থাপনা সম্পাদক শেখ জাহিদুর রহমান।
উদযাপন অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত বক্তব্য রাখেন।
কেক কেটে বর্ষপূর্তি উদযাপনের আগে এসএফআইএলের চেয়ারম্যান আঞ্জুমান আরা সাহিদ বলেন, ‘মহামারিকালের চ্যালেঞ্জ উতরে আর্থিক খাতে নতুন প্রতিষ্ঠান হিসেবে এসএফআইএল সাফল্যের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে এই প্রতিকূল পরিস্থিতিতেও সাফল্যের দৌড়ে খুব ভালোভাবেই এগিয়েছে।’
এসএফআইএলের চেয়ারম্যান আঞ্জুমান আরা সাহিদপ্রতিষ্ঠানের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ‘গ্রাহকদের পণ্য ও সেবা, তরুণ প্রতিভা আকর্ষণ, ডিপোজিট বুক তৈরি, স্বাভাবিক লোন ও ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বজায় রাখা, মুনাফামুখিতা, প্রযুক্তির নতুন প্ল্যাটফর্ম তৈরি, নিজেদের সেরাটা দেয়ার জন্য উপযুক্ত পরিবেশ বজায় রাখতে আমরা অসাধারণ সাফল্য দেখিয়েছি। এ ছাড়া আমরা করপোরেট গভর্ন্যান্স ও রেগুলেটরি কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠা করতে পেরেছি।’
চেয়ারম্যান বলেন, ‘কার্যক্রম শুরুর এক বছরের মধ্যে আমাদের স্পনসর, বোর্ড, ব্যবস্থাপনায় যুক্ত সব পর্যায়ের কর্মকর্তা ও সম্মানিত গ্রাহক নতুন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এসএফআইএলকে ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে আসার পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখিয়েছেন, যাতে আরও প্রসারিত ও উন্নত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
‘অসাধারণ নেতৃত্ব ও দিকনির্দেশনার জন্য আমি ধন্যবাদ জানাই বোর্ড অফ ডিরেক্টরদের। একই সঙ্গে অবদানের জন্য কৃতজ্ঞতা জানাতে চাই নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংকার, ব্যবসায়িক অংশীদার, গুরুত্বপূর্ণ গ্রাহক ও পৃষ্ঠপোষকদের। আমাদের কর্মীদের অবদানও মাথায় রাখতে হবে।’
আঞ্জুমান আরা সাহিদ বলেন, ‘আজকের এ দিনে আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই আমাদের কানাডা, ইউএসএ ও বাংলাদেশের বিনিয়োগকারীদের, যারা এ অনন্য প্রতিষ্ঠানটিকে শুধু দেশের অন্যতম সেরা আর্থিক প্রতিষ্ঠানই নয়, এ খাতে একটি জ্বলন্ত উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করতে এগিয়ে এসেছেন।
‘এসএফআইএলের স্টেকহোল্ডারদের সঙ্গে স্বচ্ছতার মাধ্যমে দীর্ঘমেয়াদি ও পারস্পরিক লাভজনক অংশীদারত্ব গড়ে তুলব আমরা।’
তিনি বলেন, ‘এসএফআইএলের অবস্থান আরও মজবুত করে আমাদের মিশন ও ভিশনের দিকে এগিয়ে যাওয়ার যে অঙ্গীকার, সেটিকে পুনর্ব্যক্ত করার জন্য এটাই সঠিক মুহূর্ত। আগামীতে শীর্ষস্থান নিশ্চিত করার জন্য উদ্ভাবন, আত্মত্যাগ, প্রতিশ্রুতি, অত্যাধুনিক প্রযুক্তির গ্রাহক পরিষেবা দরকার। তবে ব্যবসায়িক অংশীদার, নিয়ন্ত্রক সংস্থা ও গ্রাহকদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধি করাটা সবচেয়ে জরুরি।’
আগামী পাঁচ বছরের মধ্যে এসএফআইএল দেশের শীর্ষ একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে– এমন প্রত্যাশা ব্যক্ত করে চৌধুরী নাফিজ সরাফাত বলেন, ‘দেশে অনেক আর্থিক প্রতিষ্ঠান আছে। আমরা চাই এসএফআইএল সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। ইতিমধ্যে তার লক্ষণও আমরা দেখতে পাচ্ছি। অল্প সময়ের মধ্যে এই করোনা মহামারির মধ্যেও দক্ষ পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নেতৃত্বে গ্রাহকদের মন জয় করে এটি অনেক দূর এগিয়ে গেছে।’
তিনি বলেন, ‘এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আমি আশা করি। পাঁচ বছরের মধ্যেই সেরা আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি হয়ে এটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
এসএফআইএলের ব্যবস্থাপনা পরিচালক ইরতেজা আহমেদ খান বলেন, ‘করোনার মধ্যে যাত্রা শুরু করেও প্রথম চার মাসেই সব নিয়ম মেনে প্রফিট করেছে এ প্রতিষ্ঠান। আমরা গ্রাহকদের স্বচ্ছতার সাথে সেবা দিতে চাই। করোনাকালে কার্যক্রম শুরু করলেও আমাদের পরিচালনা পর্ষদ বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। স্বল্প সময়ের মধ্যে একটা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গ্রাহক পর্যায়ে সেবা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। আমানতের টাকা ফেরত দেয়ার ক্ষমতা, আর্থিক সচ্ছলতা, ব্যবস্থাপনা দক্ষতার কারণে ক্রেডিট রেটিংয়ে ভালো অবস্থানে আছি। প্রতিটি কাজে “স্বচ্ছতার বন্ধন” এ স্লোগান মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করেছি।’
তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে স্ট্র্যাটেজিক ফিন্যান্স সিকিউরিটিজ লিমিটেড নামে সাবসিডিয়ারি কোম্পানি খোলার অনুমতি পেয়েছি। খুব শিগগির পুঁজিবাজারে ব্রোকারেস হাউস হিসেবে সেবা দিতে পারব।’
ভাইস চেয়ারম্যান শাহনুল হাসান খান বলেন, ‘করোনাভাইরাস মহামারির এই কঠিন সময়েও এসএফআইএল সফলতার সঙ্গে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এই সফলতার ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।’
আরিফ খান বলেন, ‘আজ এই অনুষ্ঠানে আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত যেসব কর্মকর্তা দেখলাম, তারা সবাই অভিজ্ঞ ও দক্ষ। এদের অনেকেই এর আগে ভালো ভালো প্রতিষ্ঠানে দায়িত্বপূর্ণ পদে কাজ করেছেন। আমার সাবেক প্রতিষ্ঠানের (আইডিএলসি) সাবেক কর্মকর্তারাও আছেন এ প্রতিষ্ঠানে। এদের সার্বিক কর্মকাণ্ডের মাধ্যমে এ প্রতিষ্ঠান এগিয়ে যাবে, এটা আমি নিশ্চিত।’