বরগুনার পাথরঘাটায় পায়রা নদীতে একটি লঞ্চে অভিযান চালিয়ে তিনটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্ট গার্ড।
পাথরঘাটা কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান।
তিনি জানান, পাথরঘাটা থেকে ছেড়ে আসা এমভি পাথরঘাটা নামে একটি লঞ্চে হরিণের চামড়া নিয়ে চোরা শিকারিরা তালতলী যাচ্ছেন- এমন তথ্য পান তারা। পরে পাথরঘাটা ও ছকিনা কোস্ট গার্ডের দুটি দল সোমবার দুপুরে পায়রা নদীর জয়ালভাঙা এলাকায় লঞ্চটিতে অভিযান চালায়।
লেফটেন্যান্ট ফাহিম আরও জানান, অভিযানের সময় পরিত্যক্ত একটি স্কুলব্যাগ থেকে তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। তবে লঞ্চযাত্রী ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে হরিণের চামড়ার মালিকের সন্ধান পাওয়া যায়নি।
উদ্ধার করা হরিণের চামড়া তালতলী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।