নীলফামারীর তিস্তা নদীতে ৩৪ কেজি ওজনের বাগাড় মাছ পাওয়া গেছে। এর আগে এত ওজনের মাছ পাওয়া যায়নি এ এলাকায়।
তিস্তা সেচ ক্যানেলের নীলসাগর নামক এলাকায় সোমবার সকালে স্থানীয় এক জেলের জালে আটকা পড়ে মাছটি। বিরাট এই মাছ বিক্রি হচ্ছে ডিমলা বাজারে।
চাহিদার পাশাপাশি আলোচনাও চলছে তিস্তা ক্যানেলের মাছটি নিয়ে। এটি দেখতে ভিড় করছেন অনেকেই।
জেলে তারা মিয়া জানান, সকালে ডালিয়া নীলসাগর এলাকা থেকে মাছটি বিক্রির জন্য ডিমলা বাজারে নিয়ে আসেন। ৩৪ কেজি ওজনের মাছটি সেখানে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি করছেন।
ব্যবসায়ী মহিকুল ইসলাম বলেন, ‘আমি এক কেজি কিনেছি ১ হাজার ২০০ টাকা দরে। এমন মাছ সব সময় পাওয়া যায় না তাই আগ্রহ বেশি।
‘১০ বছর আগে ১৭ কেজি ওজনের একটি বাগাড় আটকা পড়েছিল এ এলাকায়। তারপর আজ সবচেয়ে বড় মাছটি ধরা পড়েছে।’