ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে
২ হাজার ৪২১টি ইয়াবা বড়ি, আটটি ইনজেকশন, ১৬৬ গ্রাম হেরোইন, ৩৯৫ বোতল ফেনসিডিল, ২ কেজি ৭৩০ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা জব্দ করে।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ৬টা থেকে সোমবার একই সময় পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি নিউজের প্রতিবেদনে জানানো হয়, ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে ২ হাজার ৪২১টি ইয়াবা বড়ি, আটটি ইনজেকশন, ১৬৬ গ্রাম হেরোইন, ৩৯৫ বোতল ফেনসিডিল, ২ কেজি ৭৩০ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা জব্দ করে।
ওই ৬৪ জনের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা করা হয়েছে।