বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আতঙ্ক ছড়াচ্ছে ভেসে আসা রাসেলস ভাইপার

  •    
  • ৩০ আগস্ট, ২০২১ ০৯:৫৮

স্থানীয় লোকজন জানান, গত বছর থেকে এখন পর্যন্ত ১৯টি রাসেলস ভাইপার মেরেছেন তারা। এই সময়ে সাপের কামড়ে অসুস্থ চারজনকে অ্যান্টিভেনম দিয়ে সুস্থ করেছেন নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। মারা গেছে একটি শিশু।

পদ্মা অববাহিকা দিয়ে ফের বন্যার পানির সঙ্গে ভেসে আসতে শুরু করেছে বিষধর সাপ রাসেলস ভাইপার। শরীয়তপুরে পদ্মার চরে গত বছর ভারত থেকে আসা সাপের প্রজাতিটির দেখা মেলার পর এ বছর এর আনাগোনা বেড়েছে।

এই সাপটি দেশে চন্দ্রবোড়া নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Daboia russelii।

চলতি বছর শরীয়তপুরে ১০টিরও বেশি রাসেলস ভাইপার মেরেছেন স্থানীয় লোকজন। সবশেষ নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকায় চলতি মাসের মাঝামাঝিতে একটি সাপ মারেন স্থানীয়রা। পদ্মার পানি বাড়ায় আরও সাপ আসতে পারে– এমন আশঙ্কায় চরাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় লোকজন জানান, গত বছর থেকে এখন পর্যন্ত ১৯টি রাসেলস ভাইপার মেরেছেন তারা। এই সময়ে সাপের কামড়ে অসুস্থ চারজনকে অ্যান্টিভেনম দিয়ে সুস্থ করেছেন নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। মারা গেছে একটি শিশু।

সবশেষ গত ৯ আগস্ট পদ্মা নদীতে খননযন্ত্রের (ড্রেজার) ইঞ্জিনরুমে মো. ইউসুফ নামের এক শ্রমিককে রাসেলস ভাইপারে কামড়ায়। দ্রুত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকদের তৎপরতায় প্রাণে বেঁচে যান তিনি।

এর আগে ২০২০ সালের ২ জুন ভেদরগঞ্জের কাচিকাটা ইউনিয়নের বোরকাঠি গ্রামের খোরশেদ আলমের সাড়ে পাঁচ বছরের ছেলে বিষধর সাপটির কামড়ে ঢাকার একটি হাসপাতালে মারা যায়। স্থানীয় লোকজন সাপটি মেরে ছবি তুলে রাখেন। সেই ছবি দেখে বন বিভাগের কর্মকর্তারা তা রাসেল ভাইপার হিসেবে শনাক্ত করেন।

এক মাস পর জুলাইয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের একটি চরে জেলেদের মাছের চাইয়ে আটকা পড়ে দুটি সাপ। জেলেরা ওই সাপ নিয়ে যান উপজেলা বন বিভাগে। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেনম রিসোর্স সেন্টারের প্রশিক্ষক ও গবেষক বোরহান বিশ্বাস ভেদরগঞ্জ থেকে সাপ দুটি ওই সেন্টারে নিয়ে যান।

বোরহান জানান, রাসেলস ভাইপারের কামড়ে মানুষের মৃত্যু হয়, তবে সময়মতো চিকিৎসা দিতে পারলে সুস্থ হয়ে ওঠে। দেশে বিষধর সাপের কামড়ের রোগীদের চিকিৎসা এখন ভালো। যার প্রমাণ নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত কয়েক মাসে তারা অ্যান্টিভেনমের মাধ্যমে বিষধর সাপের কামড়ে অসুস্থ কয়েকজনকে বাঁচাতে পেরেছেন।

তিনি বলেন, ‘মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে সাপ। বিষধর সাপ বাঁচিয়ে রাখতে হবে মানুষের জীবনের প্রয়োজনেই। সাপ আর মানুষের সহাবস্থান নিশ্চিতের কৌশল নিতে হবে। আর স্বাস্থ্য বিভাগকে সাপে কামড়ানো রোগীর চিকিৎসা সহজলভ্য করতে হবে।’

গত বছর ভেদরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তার দায়িত্বে ছিলেন বাবুল আক্তার। তিনি জানান, গত বছর জুন-জুলাই মাসে কাচিকাটার চরে সাতটি রাসেলস ভাইপার ধরা পরে। এর মধ্যে পাঁচটি স্থানীয় লোকজন মেরে ফেলেন। দুটি জীবিত পাওয়া যায়। ওই দুটি সাপ চট্টগ্রাম ভেনম রিসোর্স সেন্টারে নিয়ে যাওয়া হয়।

সম্প্রতি রাসেলস ভাইপারের কামড়ে অসুস্থ ইউসুফকে চিকিৎসা দিয়েছিলেন নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুলতানা রাজিয়া।

তিনি বলেন, ‘ইউসুফ চোখের পাতা খুলতে পারছিলেন না, শ্বাস ভারী হয়ে আসছিল। ছটফট করছিলেন। উপসর্গ দেখেই বোঝা যাচ্ছিল, বিষধর কোনো সাপে কামড়িয়েছে তাকে। রোগীর লোকজন সাপটাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তা দেখে বুঝতে পারি এটা রাসেলস ভাইপার।

‘সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু করি। অ্যান্টিভেনম পুশ করার পর রোগী স্টেবল ছিল। তার পর তার কার্ডিয়াক সমস্যা দেখা দেয়। দ্রুত তাকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে খবর নিয়ে জেনেছি, তিনি ভালো আছেন।

বিষধর সাপে কামড়ালে ভয়ের কিছু নেই জানিয়ে তিনি বলেন, অ্যান্টিভেনম প্রয়োগে রোগীকে সুস্থ করে তোলা যায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেনম রিসোর্স সেন্টারের প্রশিক্ষক ও গবেষক বোরহান বিশ্বাস জানান, ভারত থেকে ২০১০-১১ সালের দিকে পদ্মার অববাহিকা ধরে রাসেল ভাইপার বাংলাদেশে এসেছে। প্রথম রাজশাহীতে রাসেলস ভাইপারের দেখা মেলে। এরপর পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও শরীয়তপুরে দেখা মিলেছে। এখন চাঁদপুরেও বিষধর সাপটি পাওয়া গেছে।

তিনি আরও জানান, রাসেলস ভাইপার বছরে ৭০ থেকে ৮০ কিলোমিটার দূরের এলাকায়ও যেতে পারে। তারা নদীর পানিতে চলার সময় কচুরিপানায় ভেসে থাকে। নদীর তীরবর্তী ২০০ মিটারের মধ্যে সাধারণত আবাস গড়ে এরা। তীরের ধানক্ষেত তাদের থাকার জন্য সবচেয়ে পছন্দ। সাধারণত লোকালয়ে যায় না।

এ বিভাগের আরো খবর