ট্রেনটি খুলনা থেকে ডিজেল নিয়ে নাটোরে যাচ্ছিল। পরে ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার সময় ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়।
চুয়াডাঙ্গার উথলী রেলওয়ের স্টেশনে তেলবাহী ট্যাংকারের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, রোববার রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
তিনি জানান, ট্রেনটি খুলনা থেকে ডিজেল নিয়ে নাটোরে যাচ্ছিল। পরে ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার সময় ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়।
সেগুলো উদ্ধারে সোমবার সকালে পাবনার ঈশ্বরদী থেকে সেখানে গিয়ে পৌঁছেছে উদ্ধারকারী ট্রেন।