ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নীলফামারীতে দুই ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় দণ্ডিত এক ব্যবসায়ীকে দেয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।
সদরের পলাশবাড়ি বাজার ও টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে রোববার বিকেলে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার।
এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান ও নীলফামারী থানার উপ পরিদর্শক (এসআই) আরমান আলী উপস্থিত ছিলেন।
দণ্ডিতরা হলেন রামগঞ্জ বাজারের সার বীজ ও কীটনাশক ব্যবসায়ী রবিউল ইসলাম ও পলাশবাড়ি বাজারের রেজা ট্রেডার্সের স্বত্বাধিকারী জয়নাল আবেদীন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার বলেন, তারা দু’জন সার ও কীটনাশক ব্যবসায়ী। মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ভোক্তা সংরক্ষণ আইনে রবিউলকে ৫ হাজার এবং জয়নালকে এক হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে তারা জরিমানার টাকা পরিশোধ করেন।
পরে দণ্ডিত জয়নালকে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, লবণ, চিনি, সেমাই, সাবান দেয়া হয়। কারণ তিনি জরিমানা পরিশোধ করলেও তার আর্থিক অবস্থা ভালো নয়।