রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সমাহিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ নিয়ে বিতর্কের মধ্যে ডিএনএ টেস্টের প্রস্তাব দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।
রোববার সন্ধ্যায় আশুলিয়া প্রেস ক্লাব অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪টি শ্রমিক সংগঠনের আলোচনা সভায় তিনি এ প্রস্তাব দেন।
শাজাহান খান বলেন, ‘জিয়াউর রহমানের লাশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ওখানে জিয়ার লাশ নেই। তিনি তথ্য না জেনে এ কথা বলেননি। জিয়াকে যখন এখানে দাফন করা হয়, তখনই প্রশ্নটা এসেছিল যে, লাশটা কার? কে দেখেছে এ লাশ? তার ছেলে, মেয়ে, স্ত্রী কেউ তার লাশ দেখেনি। কোনো মানুষ দেখেনি। তাহলে লাশটা কার?’
তিনি বলেন, ‘সুতরাং আজকে যে বিষয়টি নতুন করে ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে, ধামাচাপা দিয়ে লাভ নেই। আমার প্রস্তাব, ডিএনএ টেস্টের মধ্য দিয়ে এটা প্রমাণ করা হোক যে, লাশটা কার? তাহলে বিতর্কটা শেষ হয়ে যাবে।’
এর আগে আওয়ামী লীগ নেতা শাজাহান খান আশুলিয়া প্রেস ক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।