বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য ৩১ আগস্ট দিন ঠিক করেছে আদালত।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই তারিখ ঠিক করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন। তিনি জানান, গত ২২ আগস্ট পরীমনির আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর ঠিক করেছিলেন।
জামিনের তারিখের বিষয় নিয়ে পরীমনির আইনজীবী উচ্চ আদালতে যান। উচ্চ আদালতের নির্দেশ রোববার মহানগর দায়রা জজ আদালতে পৌঁছানোর পর বিচারক পরীমনির জামিন শুনানির জন্য ৩১ আগস্ট এ নতুন তারিখ ঠিক করেন।
গত ৪ আগস্ট বিকেল ৪টার পরপরই বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর পরীমনিকে ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেয় আদালত।
গত ১৩ আগস্ট রিমান্ড শেষে পরীমনিকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ড দেয় আদালত। রিমান্ড শেষে গত ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়।