বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রেললাইনে বসে মাছ ধরার সময় গেল ২ প্রাণ

  •    
  • ২৯ আগস্ট, ২০২১ ২১:৩৭

টমাস মোল্লার বড় ভাই তৌহিদুল ইসলাম মোল্লা জানান, শনিবার রাতে রেললাইনের পাশে বড়শি দিয়ে মাছ শিকারে যান দুজন। বিলে বড়শি পেতে রেললাইনের ওপরেই ঘুমিয়ে পড়েন তারা। এ সময় একটি ট্রেন তাদের ওপর দিয়ে চলে গেলে কাটা পড়ে তাদের দেহ।

গোপালগঞ্জ সদরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।

উপজেলার ডুমদিয়ার মোচড়া গ্রামে রেললাইনে ওপর থেকে রোববার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সবুর মোল্লার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার চালিতাতলা গ্রামে। তিনি খাগাইল গ্রামে বিয়ে করে সেখানেই বাস করতেন। আরেকজন টমাস মোল্লার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে।

টমাস মোল্লার বড় ভাই তৌহিদুল ইসলাম মোল্লা জানান, শনিবার রাতে রেললাইনের পাশে বড়শি দিয়ে মাছ শিকারে যান তারা। বিলে বড়শি পেতে রেললাইনের ওপরেই ঘুমিয়ে পড়েন।

রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ওই দুই ব্যক্তির ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে কাটা পড়ে তাদের দেহ।

রাজবাড়ী রেল পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, প্রতিদিনের মতো তারা সকালে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। এ সময় স্থানীয় লোকজন রেললাইনের ওপর তাদের কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

রেল পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর