গাজীপুরের কালীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের একটি কেন্দ্রে নারীকে ধর্ষণচেষ্টায় এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গাজীপুর আদালতের মাধ্যমে রোববার দুপুরে তাকে কারাগারে পাঠায় পুলিশ।
এর আগে শনিবার রাতে ১২টার দিকে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার লাল মিয়া উপজেলার বক্তারপুর ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় ওই নারী কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা করেন। তিনি নিউজবাংলাকে জানান, লাল মিয়া বহুদিন ধরে রাস্তাঘাটে তাকে নানা রকম কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি রাজি না হওয়ায় ভয়ভীতি দেখাতেন।
তিনি বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তার মৃত্যুর পর সন্তান হিসেবে আমার অসহায়ত্ব বিবেচনা করে সরকার আমাকে এই আশ্রয়ণকেন্দ্রে একটি ঘর উপহার দেয়।’
এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল ইসলাম বলেন, ‘লাল মিয়া একজন বখাটে ও খারাপ প্রকৃতির লোক। সে এর আগেও অন্য একটি কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই কিশোরী থানায় অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। ওই ঘটনায় সে জামিনে বের হলেও নিজেকে শুধরায়নি।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে লাল মিয়া ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যান তিনি। পরে রাতেই ব্রাহ্মণগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণচেষ্টার মামলা শেষে রোববার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।