নারায়ণগঞ্জে দুই নারী পোশাককর্মীকে ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জ এলাকা থেকে রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।
তিনি জানান, অভিযোগকারী দুই তরুণী বান্ধবী। তাদের মধ্যে একজন মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।এজাহারে বলা হয়েছে, ওই দুই নারী শ্রমিক হিসেবে হাজীগঞ্জ এলাকায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় কাজ করেন। তারা ওই যুবকের ভাড়া বাসায় সাবলেট থাকতেন।
গত সপ্তাহে ওই যুবকের সঙ্গে ঝগড়া করে তার স্ত্রী বাসা থেকে চলে যায়।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ওই দুই পোশাককর্মী কাজ শেষে বাড়িতে ফেরেন। এরপর সকালে রান্না করে রেখে যাওয়া খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু ওই খিচুড়িতে চেতনাশক মিশিয়ে রেখেছিল যুবক। এ কারণে তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে।
এই সুযোগে যুবক তাদেরকে ধর্ষণ করে। পরদিন তারা বিষয়টি বুঝতে পারেন। শনিবার রাতে যুবককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।