কক্সবাজারের রামুতে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
উপজেলার জোয়ারিনালা ইউনিয়নের মুরাপাড়া এলাকায় রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো পূর্ব মুরাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে জিয়াউর রহমান ও একই এলাকার ছুরুত আলমের ছেলে আলমগীর জনি। তারা স্থানীয় হামিউসুন্নাহ তালিমুল কোরআন মাদ্রাসা ও নতুন মুরাপাড়া নুরানি মাদ্রাসার নার্সারির ছাত্র ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোবেল কুমার বড়ুয়া।
স্থানীয় বাসিন্দা রাশেদ কামাল জানান, তিনি মসজিদের পাশে ঘর নির্মাণের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে নাশতা করার জন্য দোকানের দিকে রওনা দেন তিনি। এ সময় তাদের দুইজনের মরদেহ পুকুরে ভাসমান অবস্থান দেখতে পান।
জোয়ারিয়ানালা ইউনিয়ন চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্স জানান, তারা দুজন সকালে পূর্ব মুরাপাড়া জামে মসজিদের মাঠে খেলাধুলা করে ওই পুকুরে গোসল করতে যায়। তখন অসাবধানতাবশত পানিতে ডুবে যায়।
পরে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রামু থানা পুলিশের উপপরিদর্শক আজাদ জানান, পরিবারের অভিযোগ না থাকায় শিশুদের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।