ভারতের নাগপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট নওশাদ আতাউল কাইউমের সবশেষ শারীরিক অবস্থা জানতে মেডিক্যাল বোর্ডের বৈঠক চলছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ড. আবু সালেহ মোহাম্মদ মোস্তফা কামাল। বলেছেন, বোর্ড থেকে এখনও কিছু জানানো হয়নি।
নওশাদ আর নেই, বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর রোববার বেলা ৩টা ২০ মিনিটে বিমানের এমডির সঙ্গে কথা হয় নিউজবাংলার। তিনি বলেন, ‘আমরা (বোর্ডের) ডিসিশন এখনও পাইনি। মেডিক্যাল বোর্ডের ডিসিশনটা পেলে জানাতে পারব।’
নওশাদের মৃত্যুর খবরের বিষয়টি নজরে আনা হলে আবু সালেহ বলেন, ‘ওদের সঙ্গে আমার কথা হয়নি। আমার কথা হচ্ছে বোর্ডের সিদ্ধান্ত অফিশিয়ালি আসলে আমি জানাতে পারব।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুব নিউজবাংলাকে বলেন, ‘আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। নওশাদের দুই বোন এখন নাগপুরে আছেন। নওশাদ এখনও ভ্যান্টিলেশনে আছেন। দুপুরের পর স্থানীয় চিকিৎসকরা বোর্ড মিটিং করে তার সবশেষ পরিস্থিতি জানাবেন। নওশাদের মৃত্যুর একটি খবর বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে। এটি সঠিক নয়। পুরোপুরি গুজব।’
পাইলট নওশাদের অবস্থা জানতে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে যোগাযোগ করে নিউজবাংলা। সেখান থেকে জানানো হয়, এ বিষয়ে তারা কোনো মন্তব্য করবেন না। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়া হয়।
গত শুক্রবার সকালে ওমানের মাসকাট থেকে ফ্লাইট পরিচালনা করে ঢাকায় ফেরার পথে মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন নওশাদ। এ সময় তিনি কো-পাইলটের কাছে বিমানটির নিয়ন্ত্রণ হস্তান্তর করেন।
এমন পরিস্থিতিতে বিজি-০২২ ফ্লাইটটি ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। ওই ফ্লাইটে যাত্রী ছিলেন ১২৪ জন। পরে জানা যায়, নওশাদের হার্ট অ্যাটাক হয়েছে।
বিমানটি শুক্রবার রাতেই বিকল্প পাইলট ও ক্রু দিয়ে ফিরিয়ে আনা হয় ঢাকায়। আর নওশাদকে ভর্তি করানো হয় নাগপুরের কিংসওয়ে হাসপাতালে।
ক্যাপ্টেন নওশাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, নওশাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব সহযোগিতা দেয়া হবে।
নওশাদের হঠাৎ অসুস্থতায় সবাই উদ্বিগ্ন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তার চিকিৎসার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস সার্বক্ষণিক তদারকি করছে। তার দ্রুত সুস্থতার জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধ করছি।’