বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জেলের জালে ১০ মণের শাপলা পাতা মাছ

  •    
  • ২৯ আগস্ট, ২০২১ ১৪:৪৫

জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ‘এটি শাপলা পাতা মাছ নামেই পরিচিত। এটি সাধারণত কক্সবাজার এলাকায় পাওয়া যায়। তবে গভীর পানির এই মাছগুলো খুব কম পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নদীতে পানি বৃদ্ধির কারণে হয়তো মাছটি এসেছে।’

রাজবাড়ীর পদ্মা-যমুনা নদীর মোহনায় এক জেলের জালে ১০ মণ ওজনের এক বিশাল আকৃ‌তির শাপলা পাতা মাছ ধরা পড়েছে।

জেলে বাবু সরদারের জা‌লে রোববার সকাল ৬টার দিকে মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে নিয়ে যান।

সেখানে রাজবাড়ী সদরের মাছ ব্যবসায়ী কুটি মণ্ডল ৮ হাজার টাকা মণ হিসাবে ৮০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

জেলে বাবু সরদার জানান, সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট থেকে একটু দূরে জাল উঠাতে গেলে জাল অনেক ভারী মনে হয়। পরে ৩০ থেকে ৪০ জন মিলে জাল টেনে মাছটি নৌকায় করে আড়ত মালিক রেজাউল ইসলামের কাছে যাওয়া হয়। আড়ত মালিক রাজবাড়ীতে নিয়ে গিয়ে মাছটি বিক্রি করেন।

তিনি আরও জানান, এই মাছ ১৫ বছর আগে একবার পদ্মায় ধরা পড়েছিল। এর মাঝে এই এলাকায় শাপলা পাতা মাছের দেখা মেলেনি।

এ সময় স্থানীয় লোকজন মাছটি দেখার জন্য বাজারে ভিড় করেন।

মাছ দেখতে আসা স্থানীয় একজন বলেন, ‘এই মাছ আমি অনেক আগে খেয়েছিলাম। এটা খেতে দারুণ সুস্বাদু।’জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ‘এটি শাপলা পাতা মাছ নামেই পরিচিত। এটি সাধারণত কক্সবাজার এলাকায় পাওয়া যায়। তবে গভীর পানির এই মাছগুলো খুব কম পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নদীতে পানি বৃদ্ধির কারণে হয়তো মাছটি এসেছে।’

এ বিভাগের আরো খবর