মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনিকে বারবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা নাসরিন এ আবেদন করেন।
আবেদনে জামিন নিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে রিমান্ড-সংক্রান্ত বেশ কিছু মামলার নজির তুলে ধরা হয়েছে।
গত ২৬ আগস্ট পরীমনির নামে হওয়া মাদক মামলার জামিন আবেদনের ওপর দ্রুত শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। একই সঙ্গে দীর্ঘদিন পর ১৩ সেপ্টেম্বর জামিন শুনানির বিষয়ে দিন নির্ধারণের আদেশ কেন বাতিল করা হবে না, তাও জানতে চাওয়া হয়।
১ সেপ্টেম্বরের মধ্যে এ রুলের জবাব দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করা আছে।
গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমনির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর গত ৫ আগস্ট র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মাদকের মামলা করে।