বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকা থেকে চট্টগ্রাম-সিলেটে ট্রেন চালু ৭ ঘণ্টা পর

  •    
  • ২৯ আগস্ট, ২০২১ ০৯:৫৪

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ওভারপাসের নিচের রেলগেটে শনিবার রাত ২টার দিকে মিনি ট্রাককে ধাক্কা দিয়ে লাইনচ্যুত হয়ে যায় একটি ট্রেনের বগি। এতে ৭ ঘণ্টা ধরে বন্ধ থাকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের ট্রেন চলাচল।

কুমিল্লায় রেললাইনে দুর্ঘটনার কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের ট্রেন চলাচল। এতে বিভিন্ন স্টেশনে আটকে থাকা ঢাকা, সিলেট ও ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ট্রেনগুলো চলতে শুরু করেছে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধার কাজ শেষে রোববার সকাল ৯টা ১৭ মিনিটে রেললাইন সচল করা হয়েছে।

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ওভারপাসের নিচের রেলগেটে শনিবার রাত ২টার দিকে মিনি ট্রাককে ধাক্কা দিয়ে লাইনচ্যুত হয়ে যায় একটি ট্রেনের বগি।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইসমাইল হোসেন সিরাজী জানান, শনিবার রাতে বিশ্বরোড রেলগেটে উঠে সবজিবোঝাই ট্রাকটি রাস্তা পার হতে গেলে চট্টগ্রামগামী যাত্রীবাহী ট্রেন একে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে পড়ে রেললাইনের পাশে। ধাক্কায় ট্রেনের মাঝামাঝি থাকা একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

কুমিল্লা রেলপথ বিভাগের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, বগি উদ্ধারে লাকসাম জংশন লোকোসেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে ভোর থেকে কাজ শুরু করে।

দূর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। কমিটির প্রধান করা হয়েছে চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্তকে।

এ বিভাগের আরো খবর