‘সপরিবারে জাতির পিতার হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী ও সুবিধাভোগী কারা?’ শিরোনামে ওয়েবিনারের আয়োজন করেছে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটি।
রোববার রাত পৌনে ৮টায় অনুষ্ঠানটি আওয়ামী লীগের অফিশিয়াল পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হবে।
তথ্য ও গবেষণা উপকমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েবিনারে প্রধান আলোচক থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. মসিউর রহমান। স্বাগত বক্তব্য দেবেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।
এতে আলোচক থাকবেন সাবেক বিচারপতি সামসুদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সিকদার, জ্যেষ্ঠ সাংবাদিক অজয় দাস গুপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য শবনম আজিম।