বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিদ্যুৎস্পৃষ্টে গেল দুই শ্রমিকের প্রাণ

  •    
  • ২৮ আগস্ট, ২০২১ ২১:৩৯

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারানো নুর ইসলাম পঞ্চগড়ের তেঁতুলিয়া থানার লতিফগঞ্জ এলাকার শামসুল হকের ছেলে এবং শরীফ হোসেন ময়মনসিংহের ত্রিশাল থানার রাজাবাড়ী এলাকার জালাল উদ্দিনের ছেলে।

গাজীপুরে আলাদা জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর ইসলাম ও শরীফ হোসেন নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে টঙ্গীতে একটি স্টিল কারখানায় ও শ্রীপুরে একটি ফিডমিলে এসব দুর্ঘটনা ঘটে।

৩৮ বছর বয়সী নুর ইসলাম পঞ্চগড়ের তেঁতুলিয়া থানার লতিফগঞ্জ এলাকার শামসুল হকের ছেলে এবং ২৬ বছর বয়সী শরীফ হোসেন ময়মনসিংহের ত্রিশাল থানার রাজাবাড়ী এলাকার জালাল উদ্দিনের ছেলে।

দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার জানান, টঙ্গী মিলগেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন নুর ইসলাম। তিনি এসএস স্টিল কারখানার শ্রমিক ছিলেন। সকালে কারখানার গুদামে রড লোড-আনলোড করছিলেন তিনি। এ সময় রডের সঙ্গে বিদ্যুতের তারের সংস্পর্শ হয়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এসআই উত্তম।

এদিকে গাজীপুরের শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান জানান, শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় নিউহুপ ফিডমিলে কাজ করতেন শরীফ হোসেন। তিনি সকাল ১০টার দিকে কারখানার ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরো খবর