টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম শনিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে দেয়া চিঠিতে এ আহ্বান জানান।
চিঠিতে বলা হয়, সম্প্রতি টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। গত দুই সপ্তাহের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মূল্য হ্রাস পেয়েছে। দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতিসহ সব ধরনের পণ্যের আমদানি বাড়ছে। ইউরোপ-আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। করোনার মধ্যেই দেশের শিল্প-কারখানা পুরোদমে চালুর নির্দেশনা দেয়ায় বর্তমানে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
টাকার বিপরীতে হঠাৎ ডলারের মূল্যবৃদ্ধির ফলে আমদানি করা পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যার দায়ভার শেষ পর্যন্ত ভোক্তাকেই বহন করতে হবে। একই সঙ্গে মহামারিগ্রস্ত অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে, যা অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।
চিঠিতে আরও বলা হয়, দেশে আমদানি-রপ্তানি বাণিজ্যের স্বাভাবিক গতি অক্ষুণ্ণ রাখতে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজার, বিশেষ করে ডলারের দাম সব সময় গ্রহণযোগ্য পর্যায়ে স্থিতিশীল রাখার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে যথাযথ নির্দেশনা দেয়ার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি বলেন, বর্তমান পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আমদানি-রপ্তানি বাণিজ্যবিষয়ক লেনদেনের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ অবস্থান রক্ষায় ডলারের দাম সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ অপরিহার্য। দেশের বৃহত্তর অর্থনীতির স্বার্থে টাকার বিপরীতে ডলারের উচ্চমূল্য নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেয়া দরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রেমিট্যান্সপ্রবাহ বাড়ার পাশাপাশি আমদানি কমে যাওয়ায় দেশে ডলারের সরবরাহ বেড়ে গেছে। সরবরাহ বৃদ্ধির ফলে দাম কমে যাওয়ার আশঙ্কায় বাজার থেকে রেকর্ড পরিমাণ ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। তবে করোনার দ্বিতীয় ঢেউ শিথিল হয়ে আসতে থাকায় এই চিত্র পাল্টে গেছে। আমদানি আবার বাড়তে শুরু করায় ব্যাংকগুলোর ডলারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দাম সর্বোচ্চ অবস্থানে উঠেছে। এ অবস্থায় ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি শুরু করলেও দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।