জনপ্রতিনিধি বা দলীয় নেতাদের কেউ অপরাধের সঙ্গে জড়িত হলে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। একই সঙ্গে জনপ্রতিনিধিদের কর্মকাণ্ডের বিষয়ে নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার বিকেলে রাজধানীর মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস ও একুশে আগস্টের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, জঙ্গিবাদের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হচ্ছে না। অপরাধের সঙ্গে জড়িয়ে পড়া জনপ্রতিনিধি দলীয় নেতা কেউ ছাড় পাচ্ছেন না। সরকার বিষয়টি খুবই সূক্ষ্মভাবে নজর রাখছে।’
চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল পুলিশের উদ্দেশে বলেন, ‘মিরপুর এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনুন, কাউকেই ছাড় দিবেন না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ বজলুর রহমান, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম রানাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।