রাজধানীর গুলশানে বৃহস্পতিবার রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন সম্প্রতি মুক্তি পাওয়া নেটওয়ার্কের বাইরে নামের একটি ওয়েব ফিল্মের চার অভিনয়শিল্পীসহ পাঁচজন। কীভাবে তারা এ দুর্ঘটনার শিকার হয়েছেন, তা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
সড়কে থাকা ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার শিকার কালো গাড়িটি দ্রুত গতিতে যাচ্ছিল গুলশান ২ থেকে ১ নম্বরের দিকে। সেটির সামনে ছিল আরেকটি প্রাইভেট কার।
গুলশান ২ থেকে ১ নম্বরে আসার রাস্তাটি তিন লেনের। এই রাস্তায় সামনে থাকা গাড়িটি স্বাভাবিক গতিতে থাকলেও পেছনের কালো গাড়িটি দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল সামনের গাড়িটির দিকে।
একপর্যায়ে সামনের গাড়িটিকে ওভারটেক করার জন্য দ্বিতীয় লেন ছেড়ে তৃতীয় লেনে চলে আসে পেছনের কালো গাড়িটি। সামনের গাড়িটিকে ওভারটেক করেই ডানে ঘুরে যায় গাড়িটি।
এরপরই দৃশ্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। বেকায়দাভাবে এটি তৃতীয় লেন থেকে দ্বিতীয় ও প্রথম লেন পেরিয়ে ফুটপাতে উঠে সজোরে ধাক্কা খায় বিদ্যুতের খুঁটিতে।
চালকের আসনে রাজ, তার পাশের সিটে তুষি, পেছনের সিটে জুনায়েদ, বাশার, নাফিসদুমড়ে-মুচড়ে যায় কালো গাড়িটি। এই গাড়িতেই ছিলেন চার অভিনয়শিল্পীসহ পাঁচজন। তারা হলেন শরিফুল রাজ, নাজিফা তুষি, খায়রুল বাশার, জুনায়েদ বোগদাদী ও রাজের বন্ধু নাফিস মাহমুদ ইসমাইল।
প্রথমে তাদের গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলেও শনিবার সেখান থেকে ছাড়পত্র নিয়ে অন্য হাসপাতালে ভর্তি হন চারজন। একজন ইউনাইটেড হাসপাতালেই ভর্তি আছেন।
দুর্ঘটনাকবলিত গাড়িটি অভিনেতা শরিফুল রাজের। এটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মোহাম্মদ নুরুন্নবী।
দুর্ঘটনার সময় সিসিটিভি ফুটেজ থেকে নেয়া ছবিবৃহস্পতিবার রাতে রাজ গাড়িটি চালাচ্ছিলেন। তার পাশের সিটে ছিলেন নাজিফা তুষি। বাকি তিনজন ছিলেন পেছনের সিটে। দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীর তোলা একটি ছবিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গুলশান থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি কেন হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। শেষ মুহূর্তে গাড়িটি ব্রেকফেল করেছিল না নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে চালকের আসনে থাকা রাজ ভারসাম্যহীন ছিলেন কি না, তাও তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘একটা দুর্ঘটনা হয়েছে, সেটার বিষয়ে আমাদের জানতে হবে। ওখানকার একটা সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করেছি। গাড়ির ফিটনেস টেস্ট করব। তাহলে গাড়ির কোনো সমস্যার কারণে দুর্ঘটনা হয়েছে কি না সেটা জানা যাবে।
‘ওভারস্পিডিংসহ অন্যান্য বিষয়গুলো আমরা পর্যালোচনা করছি। যান্ত্রিক ত্রুটি বা ওভারস্পিডিংয়ের কারণে দুর্ঘটনাটি হতে পারে। এসব বিষয় পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেয়ার কিছু আছে কি না তা আমরা দেখছি।’