করোনাভাইরাসের টিকা আনতে চীনে যাচ্ছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান। এই বিমানে করে তিন লাখ ডোজ টিকা আনা হবে। শনিবার রাত সাড়ে ৯টায় বিমানটি ঢাকা ত্যাগ করবে।
বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম।
তিনি বলেন, ‘বিমান বাহিনীর একটি সি-১৩০ জে বিমান চীনের উদ্দেশে রাত ৯টা ৩০ মিনিটে ঢাকা ত্যাগ করবে।’
৩ জুলাই চীন থেকে সিনোফার্মের টিকার প্রথম চালান দেশে এসে পৌঁছায়। দেশটি থেকে প্রায় ছয় কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রিসভা বৈঠকে। এরই অংশ হিসেবে ধাপে ধাপে টিকা পাঠাচ্ছে চীন।
বাংলাদেশ করোনা প্রতিরোধী টিকা প্রথম আনে ভারতের প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট থেকে। ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে সেখান থেকে ৩ কোটি ৪০ লাখ টিকা আসার কথা ছিল বাংলাদেশে। এর মধ্যে চুক্তির ৭০ লাখ ডোজ আসার পর ভারত সরকারের নিষেধাজ্ঞার কথা জানিয়ে বাংলাদেশকে টিকা দেয়া বন্ধ করে দেয় সিরাম।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম জানিয়েছেন, ৭ সেপ্টেম্বর থেকে গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ শুরু করা হবে।
এখন পর্যন্ত দেশে প্রায় আড়াই কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে।