বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাঙন থামছে না আড়িয়াল খাঁর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ আগস্ট, ২০২১ ১৬:৫৩

বাহাদুর গ্রামের করিমন বিবি বলেন, ‘পানি বাড়তেই আছে। আমাগো বিপদ কমছে না। পানি কমলে ভাঙন কমত। ঘরবাড়ি কয়েকবার সরিয়েছি। এখন কোথায় যাব?’

আড়িয়াল খাঁ ও পদ্মা নদীতে পানি বাড়ায় মাদারীপুরের ছোট ছোট নদী ও খালেও বেড়েছে পানি। প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল।

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত পদ্মা ও আড়িয়াল খাঁতে ২ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধিতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সঙ্গে বেড়েছে নদীভাঙনও।

কালকিনি উপজেলার সিড়ি খান ইউনিয়নের চরফতে বাহাদুর গ্রামে আড়িয়াল খাঁ নদের অব্যাহত ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে দুই পাড়ের মানুষ।

বাহাদুর গ্রামের করিমন বিবি নিউজবাংলাকে বলেন, ‘পানি বাড়তেই আছে। আমাগো বিপদ কমছে না। পানি কমলে ভাঙন কমত। এখন আমাদের হয়েছে মহাবিপদ। ঘরবাড়ি কয়েকবার সরিয়েছি। এখন কোথায় যাব?

‘সরকার আমাদের দিকে তাকালে আমরা বাঁচতে পারব। এভাবে পানি বাড়লে আমরা বাঁচতে পারব না।’

চর মহিষেরচর এলাকার সুহৃদ গৌড়া বলেন, ‘আমাদের গ্রামের ভেতর দিয়ে যে রাস্তা ছিল তা পানিতে তলিয়ে গেছে। দিন দিন পানি বাড়তে আছে। এভাবে পানি বাড়লে আমাদের বাড়িঘরেও পানি উঠতে পারে। মেম্বার-চেয়ারম্যানরা যদি গরিব অসহায়দের দিকে তাকাত, তাহলে উপকার হতো।’

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থপ্রতিম সাহা বলেন, ‘পানি বাড়ার তথ্য পাচ্ছি। সেই সঙ্গে কিছু কিছু এলাকায় নদীও ভাঙছে। যেসব এলাকায় ভাঙন বেশি, সেখানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে।’

এ বিভাগের আরো খবর