টানা বৃষ্টিতে সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পঞ্চগড়ের পাঁচটি ইউনিয়নের বাসিন্দারা।
অতিরিক্ত পানির চাপে শুক্রবার বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সড়কের মানিকপীর ভক্তেরবাড়ি সেতুর উত্তর পাশের সংযোগ সড়কের প্রায় ৬ মিটার অংশ ভেঙে যায়। ব্রিজের দক্ষিণ পাশের সংযোগ সড়কও ভাঙতে শুরু করেছে। এতে বন্ধ হয়ে গেছে পথচারীসহ সব ধরনের যান চলাচল। দুর্ভোগে পড়েছেন জেলার পাঁচ ইউনিয়নের হাজারো মানুষ।
স্থানীয়রা জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে যায়। এতে ছেতনাই খালে পানির তোড়ে ভেঙে যায় ভক্তেরবাড়ি সেতুর সংযোগ সড়ক। এখন দীর্ঘ পথ ঘুরে বিকল্প সড়কে যাতায়াত করায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ওই পাঁচ ইউনিয়নের বাসিন্দাদের।
এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিত ও নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করায় পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে সংযোগ সড়কটি ভেঙে গেছে।
এ বিষয়ে মানিকপীর ইউনিয়নের গড়েরডাঙ্গা এলাকার বাসিন্দা আব্দুর রহমান জানান, ভক্তেরবাড়ি সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় কয়েক হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। সমস্যাটি দ্রুত সমাধানের জন্য স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।
একই দাবি জানিয়ে পথচারী হাসানুজ্জামান হাসান বলেন, ‘আমরা কয়েক কিলোমিটার ঘুরে অন্য রাস্তা দিয়ে চলাচল করছি। এতে আমাদের সময় নষ্টের পাশাপাশি অনেক কষ্ট হচ্ছে।’
বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘স্থানীয় লোকজন আমাকে বিষয়টি অবহিত করলে আমি সড়ক ও জনপথ দপ্তরকে জানিয়েছি। পরে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
জেলা সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানান, ২০০৯-১০ অর্থবছরে মানিকপীর ভক্তেরবাড়ি সেতুটি নির্মাণ করা হয়। গত অর্থবছরে দুই কোটি টাকা ব্যয়ে সেতুর সংযোগ সড়কটির ১১ কিলোমিটার সংস্কার করা হয়।
জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, আপাতত সেখানে বেইলি ব্রিজ নির্মাণ করা হবে। সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত বেইলি ব্রিজ নির্মাণের নির্দেশনা দেয়া হয়েছে।