ময়মনসিংহের ত্রিশালে খেলার সময় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার মঠবাড়ী ইউনিয়নের জয়দা গ্রামে শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো উপজেলার আমিরাবড়ী ইউনিয়নের গুজিয়ান ধনিয়ারচালা গ্রামের রকিবুল ইসলামের ৬ বছরের মেয়ে রিমি আক্তার ও তার খালাতো বোন ৫ বছরের তায়েবা আক্তার। তায়েবা মঠবাড়ী ইউনিয়নের জয়দা গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান রিপন।
স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, শনিবার সকালে পরিবারের সঙ্গে খালার বাড়ি জয়দা গ্রামে বেড়াতে গিয়েছিল রিমি। সেখানে গ্রামের পুকুরপাড়ে বসে খালাতো বোন তায়েবার সঙ্গে খেলছিল সে।
বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির লোকজন তাদের কোথাও না পেয়ে খুঁজতে বের হয়। দুপুরের দিকে দুই শিশুর দেহ ভেসে ওঠে পুকুরে।
স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বেলা পৌনে দুইটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুরা পুকুরে খেলা করার সময় আশপাশে বড় কেউ ছিলেন না। ধারণা করা হচ্ছে, পা পিছলে শিশুরা পুকুরে পড়ে যায়।
তিনি জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।