ব্যাটারি রিকশা, ইজিবাইকসহ ব্যাটারিচালিত অন্য যানবাহন চলাচলে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। সঙ্গে নকশা আধুনিকায়ন ও নীতিমালা করে এসব যানবাহনের লাইসেন্স দেয়ার দাবি জানিয়েছে সংহঠনটি।
জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানান সংগঠনের নেতারা।
সমাবেশে জানানো হয়, সারা দেশে প্রায় ৫০ লাখ শ্রমিক ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। সহজেই এক স্থান থেকে অন্য স্থানে কম খরচে যাতায়াতের অন্যতম বাহন এটি।
শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, ব্যাটারিচালিত হওয়ায় শব্দ কম। কার্বন নিঃসরণ না করায় পরিবেশের জন্য ক্ষতিকরও নয়। ছোট গলিতেও চলতে পারে বলে এতে কম ভাড়ায় চলাচল করতে পারে মানুষজন।
এই খাতে ৫০ লাখ চালকের ওপর তাদের পরিবারের প্রায় আড়াই কোটি লোক নির্ভরশীল দাবি করে বলা হয়, বিকল্প ব্যবস্থা না করলে এই পরিবারগুলোর পথে বসবে।
সমাবেশে পরিষদের নেতাসহ ব্যাটারিচালিত যানবাহনের শতাধিক চালক উপস্থিত ছিলেন।
চলতি বছরের জুনে সরকার দেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান নিষিদ্ধ ঘোষণা করে। তখন থেকেই বিভিন্ন সময় এর বিরোধিতা করে আসছেন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।