বিডিআর বিদ্রোহ মামলায় রাজধানীর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি গুলজার হোসেনের মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী রিপন বলেন, ‘গুলজার হোসেন ভোরে অসুস্থ বোধ করলে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। পরে চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কারাগারের সংশ্লিষ্ট শাখায় জানানো হয়েছে।