জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন ক্ষমতার বাইরে থেকে কর্তৃত্ববাদী ও অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার সন্ধ্যায় ‘লাভ, পিস অ্যান্ড ফ্রিডম: ফিলোসফি অফ বঙ্গবন্ধু’ শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন নিয়ে তাত্ত্বিক আলোচনা এবং তার জীবনের নানা দিক ভিডিও চিত্রে তুলে ধরা হয়। সে অনুষ্ঠানেই এ মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী।
পলক বলেন, ‘বঙ্গবন্ধুর দর্শন বুঝতে হলে এটা মাথায় রাখতে হবে যে, তিনি তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন রাজনৈতিক কর্মী হিসেবে, ক্ষমতার বাইরে থেকে। তিনি কর্তৃত্ববাদী ও অগণতান্ত্রিক সরকারে বিরুদ্ধে সংগ্রাম করছেন।’
তিনি বলেন, ‘প্রথমে ব্রিটিশ ও পরে পাকিস্তানের বিরুদ্ধে বাঙালির অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকারের জন্য লড়াই করেছেন (বঙ্গবন্ধু)। তিনি শান্তিতে বিশ্বাস করতেন। অহিংস আন্দোলনের মধ্য দিয়েই বাঙালির সংগ্রামকে স্বাধীনতার সংগ্রামে রূপান্তরিত করেছিলেন।’
তরুণদের বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস জানাতে জাতির পিতার রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনার আয়োজন করে হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।
আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র অনুবাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফখরুল আলম, গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ বদরুল আহসান, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ।
অধ্যাপক ড. ফখরুল আলম বলেন, “বঙ্গবন্ধু ছিলেন বিশেষ গুণের মানুষ। তার মধ্যে কোনো আত্ম-অহংকার ছিল না। যখন আমি ‘কারাগারের রোজনামচা’ অনুবাদ করছিলাম, তাতে দেখেছি, তিনি সাধারণ কয়েদিদের সঙ্গে কীভাবে মিশেছেন, তাদের নিয়ে কতটা ভাবতেন। অথচ তিনি তখনই দেশের কত বড় নেতা ছিলেন।’
সৈয়দ বদরুল আহসান বলেন, ‘বঙ্গবন্ধু একজন রাজনৈতিক কর্মী থেকে রাজনীতিবিদ এবং রাজনীতিবিদ থেকে হলেন বাংলাদেশে স্বাধীনতার স্থপতি। তার ছয় দফাই স্বাধীনতার রোডম্যাপ তৈরি করেছিল।
‘তিনি আন্দোলন করেছিলেন, আলোচনা করেছিলেন, কিন্তু সব কিছু করেছেন শন্তিপূর্ণভাবে। কারণ তিনি সাংবিধানিক ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করতেন।’
জিয়াউল আলম বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন দূরদর্শী নেতা। এ গুণ তাকে শুধু বাঙালিই নয়, বিশ্ববাসীর কাছেও আদর্শ নেতায় পরিণত করেছে।’